হোম ফিচার দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি: হানিফ

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম।

বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই। ২০০১ থেকে ২০০৬ সালে দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।’

এসময় আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন