রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সন্ত্রাস আর ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না। দেশের সার্বিক উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত আজ দিশেহারা হয়ে পড়েছে। তারা দেশ-বিদেশী ষড়যন্ত্রসহ নাশকতার নানা পরিকল্পনা করে মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। তাদের সেই সুযোগ আর জনগণ দেব না, জনগণ তাদের সকল কর্মকান্ড প্রতিহত করতে শুরু করেছে।
প্রতিমন্ত্রী শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসার বার্ষিক সদস্য সম্মেলন, কপালিয়া গ্রামে মহামায়া পূজা গাউটে ও কপালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ২য় তলা ভবনের উদ্বোধনী পৃথক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আগুন সন্ত্রাসীদের এদেশের জনগণ ভোট আর দিবে না। এ কথা তারা বুঝতে পেরেই এখন থেকেই তারা নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য শুরু করেছে। বিএনপি-জামায়তের উদ্দেশ্যে তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি এবং স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে নচ্যাৎ করা যাবে না। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামীলীগের নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, কৃষি কর্মকর্তা শাহিন আলম, মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য নবনির্বাচিত সদস্য তাসরিন সুলতানা শোভা, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালীপদ মন্ডল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এস.এম. জাহিদ হাসান, সম্পাদক মহিতোষ কুমার, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ প্রমূখ।
