হোম জাতীয় দেশের সাফল্য-অর্জন সবার: রাষ্ট্রপতি

দেশের সাফল্য-অর্জন সবার: রাষ্ট্রপতি

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

জাতীয় ডেস্ক:

দেশের যা কিছু সাফল্য ও অর্জন রয়েছে, এর সবকিছুই সবার বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বুধবার (২২ মে) বিকেল ৪টায় বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ-বিগ্রহে বিশ্বের বহু জায়গায় মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে৷ ভারসাম্যহীন হয়ে পড়ছে অর্থনীতি। যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। তাই, এ সময়ে সমাজের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

উৎসবের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন মো. সাহাবুদ্দিন।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মের অনুসারীরা সারিবদ্ধ হয়ে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন