হোম ফিচার দেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে: নজরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

বর্তমান সরকারের শাসনামলে বিএনপির অনেক কর্মী গুম ও খুন হয়েছে অভিযোগ করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।

রোববার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খাটছে, আদালতে চক্কর কাটছে- এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এমন কোনো জেলখানা নাই যেখানে আমাদের কর্মী নেই। এমন কোনো গোরস্থান নেই যেখানে বিএনপির কর্মী দাফন হয় নাই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, জিনিসপত্রের দাম এতটা বেড়ছে যে হালাল উপার্জনে জীবিকা নির্বাহের উপায় নেই। নির্দিষ্ট আয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তারা আর চলতে পারছে না। তাদের কষ্টের দায় সরকার নিচ্ছে না।

শুধু শুনি সিন্ডিকেট করে পেয়াঁজ, মরিচ, চালের দাম বাড়ে। কারা করছে এই সিন্ডিকেট? যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন তারা যদি সরকারের কাছের কেউ না হতো তাহলে এতদিনে তারা প্রত্যেকেই গ্রেফতার হতো, যোগ করেন তিনি।

সম্প্রতি অর্থমন্ত্রীর দেয়া এক বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের টাকা কারা পাচার করছে তাদের দেখিয়ে দিতে বলেছেন অর্থমন্ত্রী। আমরাই যদি দেখিয়ে দেই, আমরাই যদি সব ধরিয়ে দেই তবে সংশ্লিষ্টদের কাজ কি? আপনাদের কাজ কি?’

গণতন্ত্র চর্চার বিষয় উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, কোথাও কোনো গণতন্ত্র নেই- কথাটা সত্য নয়। আমি আমার দলের গণতন্ত্র উপভোগ করি। দলের স্থায়ী কমিটির সদস্য হওয়ায় যা দলে বলতে চাই বলতে পারি, তার মানে গনতন্ত্র আছে। বিএনপি গণতন্ত্র চর্চা করে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আমি সব সময় শ্রদ্ধা করি। কারণ দেশের সবচেয়ে বেশি জানার সুযোগ যাদের রয়েছে তারা সাংবাদিক। দেশের প্রতিটি জায়গা থেকে তাদের কাছে খবর আসে। খবর যা আসে তা অনেক বাদ যায়, অনেক ক্ষেত্রে আংশিক প্রকাশিত হয়। তবে সাংবাদিকরা প্রকৃত সত্য জানেন, তাই তারা শ্রদ্ধা পান।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সবাই বিপদে আছি, আমরা সবাই পরাধীন আছি। তাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করে এই সরকারের বিরুদ্ধে জয়ী হতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন