হোম অর্থ ও বাণিজ্য দেশের নারীরা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাণিজ্য ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, নারীদের জন্য ব্যবসাবান্ধব নীতির কারণে তারা দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে দশম স্থান অর্জন করেছেন।

রোববার (৪ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নারী উদ্যোক্তাদের জন্য পেটেন্ট সংক্রান্ত এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, নারীরা দেশের ব্যবসায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা প্রশংসার সঙ্গে দেশে ও বিদেশে আলোচিত হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনসহ বিনিয়োগ খাতের কর্তাব্যক্তিদের আরও ইতিবাচক ভূমিকা নিয়ে নারী উদ্যোক্তাদের পাশে এগিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তাদের যে স্বতন্ত্র পণ্য বা সেবা আছে, সেগুলো কিছু অর্থ খরচ করে পেটেন্ট করার জন্য উদ্যোগ নিতে হবে।

এ সময় নারী ব্যবসায়ীরা জানান, কাজের স্বকীয়তা ধরে রাখা এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতি তৈরিতে মেধাস্বত্ব খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য দাফতরিক প্রক্রিয়া যেমন সহজ হওয়া প্রয়োজন, তেমনি সচেতনতা প্রয়োজন নারী উদ্যোক্তাদের মধ্যেও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন