মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যে স্বপ্নে আমাদের পূর্বসূরিরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ রচনা করে গেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন, লাল সূর্য খচিত সবুজ পতাকার জন্ম দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার।
সোমবার বিকেলে মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে কর্মী সভায় বক্তারা এসব কথা বলেন।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জি কে মন্ডল।