জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে৷ জাতির পিতাকে হত্যার পর এক কদমও এগোয়নি দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে বলেই দেশের অগ্রযাত্রা আর ব্যাহত হবে না৷
বুধবার (১০ জানুয়ারি) বিকেল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্ষমতায় আসটা অনেক কঠিন ছিল৷ মজার বিষয় হলো, ডিক্টেটররা ভোট চুরি করত। তখন কেউ ভোট নিয়ে কোনো কথা বলত না৷ আর আমরা যখন জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি, তখন অনেকেই নির্বাচন-গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে!
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্র নয়, সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তারা নির্বাচন প্রতিহতের চেষ্টা করেছে। ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করলেও সরকার কোনো বাধা দেয়নি৷ ভোট ঠেকাতে হরতাল-অবরোধ করেছে৷ কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতো ভোট দিয়েছে৷ তাই এবারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই৷
দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশেরই কিছু মানুষ ভাবে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসাই মনে হয় ভালো ছিল। অথচ গোটা বিশ্ব আজ বাংলাদেশের সুনাম করে৷
১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের পর বাংলাদেশ এক কদমও এগোয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতাকে অকার্যকর করতেই ১৫ আগস্টের ঘটনা ঘটানো হয় ৷ এরপর বিকৃত ইতিহাস দিয়ে বিকৃত করা হয়েছে মানুষের মানসিকতাও৷ আওয়ামী লীগ সরকারে না এলে এই দেশ এগোতে পারত না৷ এই দল ক্ষমতায় ফিরেছে বলেই অগ্রযাত্রা আর ব্যাহত হবে না৷