হোম অন্যান্যসারাদেশ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন 

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
ইবি সংবাদদাতা:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
এসময় শাখা শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নিয়েছি। বর্তমানে কোন নারী স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। দেশে এমন কোন জায়গা নেই যেখানে হামলা, ধর্ষণ ও নিপিড়নের ঘটনা ঘটছে না। আমরা চাই একটা অকল্যাণকর রাষ্ট্র গঠন হোক। প্রতিনিয়তই ধর্ষণের খবর শোনা যাচ্ছে৷ কোন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। মাগুরার আট বছরের ছোট্ট বোনটিকে পর্যন্ত নরপিশাচরা ছাড় দেয়নি। তিনি তার নিজের আত্মীয়র দ্বারা ধর্ষণের শিকার হয়ে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা চাই দ্রুত অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
তারা আরও বলেন, আমরা মনে করছি বর্তমানে একটা নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। আমরা চাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করে একটু সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানাই।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যার্থতায় পর্যবাসিত হতে দেব না। কিন্ত তাদের কাজ-কর্ম আমাদের পছন্দ হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বতীকালীন সরকার ব্যার্থতার পারিচয় দিচ্ছে। দেশে ধর্ষণ, নারী নিপিড়ন ও সহিংসতা বেড়েই যাচ্ছে। আমরাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এখনো আওয়ামী ফ্যাসিস্টরা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে বসে আছে। আমরা চাই অতিদ্রুত তাদের অপসারণ করা হোক।
তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে মাগুড়ায় ছোট্ট বোন আছিয়ার ধর্ষণের তদন্ত করতে হবে। এবং আগামী ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন