হোম খুলনানড়াইল দেশব্যাপী টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে নড়াইলেও এই কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে নড়াইলেও এই কর্মসূচির উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
দেশব্যাপী টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে নড়াইলেও এই কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। ২২ জুন রোববার সকাল ১০টায় নড়াইল টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে অনুষ্টানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বু আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন,জেলা ক্রিড়া অফিসার কামরুজ্জামান, বিআরটিএ নড়াইলের ইন্সপেক্টর ফরহাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা মোস্তফা, সংশ্লিষ্ট কর্মকর্তগন , ও শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন,জীবনে ভালা মানুষ হতে হলে ধর্মীয় মুল্যবোধ ,লেখাপড়া ও খেলাধুলা করতে হবে। তা না হলে ভালে মানুষ হওয়া যাবেনা। এই গুলো মেনে চললে অনেক বড় হতে পারবা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন