হোম খুলনাসাতক্ষীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল 

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে শহরের নিউমার্কেট চত্বরে জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। দেশের সর্ব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসে। যেকারণে তার জানাযায় কোটি কোটি মানুষের সমাগম হয়েছিল। দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা  জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপি’র  সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আলী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।  এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীসহ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন