হোম অন্যান্যসাহিত্য দেশটা বড় সুন্দর

দেশটা বড় সুন্দর

কর্তৃক Editor
০ মন্তব্য 165 ভিউজ
কালের পূরান আলতাফ চৌধুরী
দেশটা বড় সুন্দর সবুজে ঘেরা প্রান্তর,
লোকগুলো সব কদাকার কূটে ভরা অন্তর,
কাজগুলো সব নোংরা চিন্তাগুলো স্বার্থে ভরা,
এই আমাদের বাংলাদেশ এই আমাদের ধরা।
চারিদিকে বিষাক্ত বাতাস দারিদ্রের কষাঘাত,
বৈষম্যের সংসার ,
উপেক্ষা অনাদরে নিরন্ন মানুষ পড়ে থাকে পথে।
ক্ষুধার্ত শিশু আশ্রয়হীন ধুলোবালি কাদায়,
মানবতা ফিরে যায় লজ্জায়,
পাপিষ্ঠদের হাতে এই সোনার দেশ নিত্য ধর্ষিতা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন