হোম খুলনাসাতক্ষীরা দেবহাটা সখিপুর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া

দেবহাটা সখিপুর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার সখিপুর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার  (১৯ জানুয়ারী ২৬) যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, তাতীদল, কৃষক দল, মৎস্য জিবিদল, ওলামাদল, জাসাস, জিয়া পরিষদ সহ সকল বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে সন্ধা ৭ টায় সখিপুর কৃষি ব্যাংক চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দেবহাটা যুবদলের আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল,  যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, জাসাসদের আহবায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব সুমন সরদার, শ্রমিকদলের সভাপতি মোকলেছুর রহমান মোকলেস, সাধারণ সম্পাদক সাঈদ হাসান, সাবেক সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাবেক সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আহম্মদ আলী, কৃষক দলের আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম,  তাতীদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন আবির, জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, সদসয় সচিব আমিন আলী, ওলামাদলের আহবায়ক আব্দুর ছত্তার গাজী, সদস্য সচিব আব্বাস গাজী, সরকারী কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইবরাহিম হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হজরত আলী টিপু, সাধারণ সম্পাদক গোবিন্দ দাস  প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,যুবদল সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন