দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা থানা পরিদর্শন করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বুধবার সকাল ১০ টায় দেবহাটা থানা ভবনে প্রথম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের শুরুতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীকে ফুলের শুভেচ্ছা জানান দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
পরিদর্শনকালে সালাম গ্রহণসহ দেবহাটা থানার রেজিষ্টার, নথিপত্র, থানা ভবনের শৃঙ্খলা ও পরিবেশসহ উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। একইসাথে মাদক ও অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ পুলিশের গৌরব ও সাফল্য বৃদ্ধিতে থানা পুলিশকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
পাশাপাশি দেবহাটা থানা পুলিশের শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।