হোম খুলনাসাতক্ষীরা দেবহাটা থানা আকস্মিক পরিদর্শন করেন এসপি আরেফিন জুয়েল

দেবহাটা থানা আকস্মিক পরিদর্শন করেন এসপি আরেফিন জুয়েল

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটা থানা আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়। ১২ই জানুয়ারি রোজ সোমবার সকাল ১১ টায় সময় তিনি তিনি আসেন। পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, জনবান্ধন পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মনসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এস‌এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মোঃ বায়েজীদ ইসলাম, অফিসার ইনচার্জ দেবহাটা থানা, মোহাম্মদ জাকির হোসেন সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন