হোম দেবহাটা দেবহাটা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

দেবহাটা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
তোমার ডাকে জেগেছে বাংলাদেশ জেগেছে ছাত্র জনতা দিয়েছো তুমি স্বাধীন এই ভুমি লাল সবুজের পতাকা “এই স্লোগান কে সামনে রেখে দেবহাটা উপজেলা ছাত্র দলের আয়োজনে (মঙ্গবার) ১ই জানুয়ারি বিকাল ৪টায় ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সখিপুর মোড় থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে সখিপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন,আহবায়ক কমিটির যুগ্ন -আহবায়ক মোখলেসুর রহমান। কমিটির সদস্য ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল,উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক কামরুজ্জামান,খান বাহাদুর আহছানউল্লা কলেজ আহবায়ক নাজমুল হুদা রুন্টি, সদস্য সচিব শিমুল হোসেন,সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন সহ ছাত্র দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন