হোম খুলনাসাতক্ষীরা দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেনের নামে মিথ্যা সংবাদ প্রকাশের পেক্ষিতে থানায় অভিযোগ

দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেনের নামে মিথ্যা সংবাদ প্রকাশের পেক্ষিতে থানায় অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 307 ভিউজ

দেবহাটা প্রতিনিধিঃ

দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেনের নামে গত ২ মার্চ দিবাগত রাতে অঙ্গাত কিছু চোরাকারবারি সখিপুর মেইন রোড সংলগ্ন রাস্তা দিয়ে আনুমানিক রাত ২ টায় দিকে রাতের আধারে ৬০০ বোতল ফেনসিডিল পাচার করার চেষ্টা করে। চেষ্টার প্রক্কালে, দেশের মুখ”অনলাইন পোটালে মিথ্যা সংবাদ প্রকাশের পেক্ষিতে থানায় লিখত অভিযোগ করা হয়েছে, অভিযোগের কপি হুবহু তুলে ধরা হলো আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ ফিরোজ হেসেন (৩১), পিতা মো আবদুল আজিজ, মাতা কোদি বেগম ঠিকানা (স্থায়ী) ধোপাডাঙ্গা, গ্রাম ধোপাডাঙ্গা, ইউনিয়ন ওয়ার্ড সখিপুর ৪নং ওয়ার্ড এইমমে জানাইতেছি যে, গত ০৫/০৩/২০১৫ তারিখ যায় অনুমান- ১০.৩০ ঘটিকার সময় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও দেশের মুখ’ নামক অনলাইন পত্রিকা ও একজন আধা নামক কেউ No https www.lucrbos compol po 81566286162578 থেকে আমার বিরুদ্ধে ভারতীয় মাদক বিষয় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হইয়াছে। যে বিষয়টা দিয়ে প্রতিবেদন প্রকাশ হয় যে বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা। আমার সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে মানসম্মান ক্ষুন্ন করা সহ আমার বড় ধরনের ক্ষতি করিতে পারে মর্মে আমার আশঙ্কা হচ্ছে। উক্ত ফেইসবুক আইডিটি শনাক্ত করে তাহার বিরুদ্ধে আইনগত সহায়তা চাচ্ছি , এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। উপরোক্ত বিষয়টি দেবহাটা থানায় সুস্থ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মর্জি হয়।

এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ হয়রত আলী বলেন, আমি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন