হোম দেবহাটা দেবহাটা আনারুলের বাড়িতে নগত অর্থ ও খাদ্য নিয়ে হাজির ইউএনও

দেবহাটা আনারুলের বাড়িতে নগত অর্থ ও খাদ্য নিয়ে হাজির ইউএনও

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন:

দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন কোমরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে আনারুল ইসলামের বাড়িতে গত ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যার পরে বৈদ্যুতিক শর্টসার্কিটে  ৬ টি গরু ছাগল সহ বসত ঘর পুড়ে ছায় হয়েছে। পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সংগঠনের মাধ্যম থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বাদ যায় নি দেবহাটা উপজেলা প্রশাসসন ১৯ শে ফেব্রুয়ারি দুপুর ১২ টায় সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান নগদ অর্থ ও খাদ্য সমগ্রী নিয়েন হাজির হন। তিনি এই সময় আনারুল ইসলামের পারিবারকে আশ্বাস করেন তাদের পরিবারের সব সময় তিনি থাকবেন, তিনি আরো বলেন ওনার সাধ্য মতো যতদূর করা সম্ভব ওনাদের জন্য সেটা করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন