দেবহাটা প্রতিনিধি:
কমিউনিটি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দেবহাটায় ৮ লক্ষাধিক টাকার ঔষধ বিনামুল্যে বিতরণের জন্য উপহার দিল বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কর্ণারে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের কাছে এ বিপুল সংখ্যক ঔষধ হস্তান্তর করা হয়।
উপহার হিসাবে দেয়া ঔষধ গুলোর মধ্যে রয়েছে ৩৩২ পিস অ্যান্টাসিড সিরাপ, ১৩ হাজার পিস রিনোভাল ট্যাবলেট, ১৩’শ ২৮ পিস রিনোভাল সিরাপ, ৯ হাজার ২’শ পিস মেট্রিল ট্যাবলেট, ১৩’শ ২৮ পিস মেট্রিল সিরাপ, ১০ হাজার ৮০ পিস হিস্টাল ট্যাবলেটম, ১ হাজার ৮’শ ৪০ পিস সিনামিন সিরাপ, ১৯ হাজার ৯’শ ৮০ পিস সলভিট বি ট্যাবলেট, ৮ হাজার পিস সলভিটন সিরাপ, ৯’শ ৯৬ পিস কনিকাল আই ড্রপস্, ১৩ হাজার ৩’শ পিস অস্টাজেন ট্যাবলেট ও ২০ হাজার ৫৫ পিস অমিটিড ট্যাবলেট।
আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় দেয়া উপহারের এসব ঔষধ বিনামুল্যে বিতরণ করা হবে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিক গুলোতে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ। প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেনের পরিচালনায় এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ গাজি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন সহ দাতা ও বাস্তবায়নকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে এসব কমিউনিটি ক্লিনিক গুলোতে এ প্রকল্পের উদ্যোগ ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, রোগীদের বসার সুবিধার্তে উন্নতমানের চেয়ার ও বেঞ্চ এবং স্মার্ট এলইডি টিভি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।