দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্টে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফিটনেস বিহীন, যানবহনের বৈধ কাগজপত্র, ড্রাইভারের লাইসেন্স চেক করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে এক মোটরসাইকেল চালককে ২শত টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতক্ষীরা সদরের তুজুলপুর এলাকার আব্দুল হান্নান ও বৈকারী এলাকার সাহেব আলী নামক ২ চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন চালকদের সাথে কথা বলেন এবং সচেতন করার লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বৈধ কাগজপত্র নিয়ে ও সড়কের নিয়ম মেনে গাড়ি চালানোর নির্দেশ দেন।
