হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম পরিবারের মাসিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার, দেবহাটা:

সাতক্ষীরার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের মাসিক সাধারণ সভা ও ২ হাজার পরিবার সৃষ্টি উপলক্ষ্যে কেক কেটে উৎযাপন করা হয়। শুক্রবার বিকালে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে আমাদের টিমের কার্য্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে জবাবদিহিতা,পরামর্শতা, ভুল ভ্রান্তি চিহ্নিতকরণ, সদস্য ফরম প্রস্তুতকরণ, প্রধান কার্যালয় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণসহ সমন্বিত পরিবার গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় উক্ত সভাটি উদ্ধোধন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের টিমের সভাপতি এইচএম মনির হোসেন।

থিম সং এবং সদস্য ফরম বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আমাদের টিমের আহ্বায়ক দীলিপ দাস নীল। কার্যক্রমে গতিশীলতা আনায়নের জন্য এবং স্বেচ্ছাসেবক তৈরিতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আমাদের টিমের অন্যতম শুভাকাঙ্ক্ষী ফিরোজ শাহ আলম। নারীর ভূমিকা এবং কাজের জবাবদিহিতা সম্পর্কে আলোচনা রাখেন আমাদের টিমের অন্যতম নারী সদস্য নুসরাত জাহান। এছাড়াও কাজের অগ্রগতি সাধনের লক্ষ্যে উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা রাখেন এবং পরামর্শ প্রদান করেন। শেষে আমাদের টিমের সাধারণ সম্পাদক রিফায়েত হোসেন সার্বিক বিষয়বস্তু আলোচনা করেন। পরবর্তীতে আমাদের টিমের গত এক মাসের সর্বোচ্চ মেম্বর ইনভাইটার মুরাদ হোসেন এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের টিমের পরিবারটি ২ হাজার পরিবারে উত্তীর্ণ হওয়ার জন্য কেক কেটে উৎযাপন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমাদেরটিম সমন্নয়কারী মারুফ বিল্লাহ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন