হোম দেবহাটা দেবহাটায় সখিপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

দেবহাটায় সখিপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় সখিপুর ইউনিয়ানে মানব পাচার প্রতিরোধ কমিটির মানব পাচার প্রতিরোধ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে(রবিবার) (১৫ই ডিসেম্বর) সকাল ১০ টায় বেসরকারী সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সমাজসেবক সোলাইমান হোসেন, সমাজ সেবক আবু রায়হান তিতু,কমিউনিটি পুলিশ প্রতিনিধি সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম সরদার, আবুল হোসেন,নারী ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, রায়হান বাবু, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অগ্রপথিক তায়েবা সুলতানা ও নুসরাত জাহান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সখিপুর ইউনিয়ন একেবারে সীমান্ত বর্তী এলাকা, সেই জন্য আমাদের এলাকা থেকে মানব পাচার হওয়ার সম্ভবনা বেশি থাকে, আমাদের উচিত জনগণের মাঝে সচেতন তৈরি করা।যাতে করে মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন বিপদে না পড়ে। সেই সাথে কমিটির পক্ষ থেকে নারী পাচার প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন