আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে নারকেলী সাইক্লোন সেন্টারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ শে (ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মোঃ দিন ইসলাম গাজীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল,দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল গফফার গাইন, উপজেলা মৎস্য জিবি দলের সভাপতি মোনাজাত গাজী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বিকাশ সরকার, ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবুল খান, পারুলিয়া কৃষক দলের সভাপতি মিনু, সাধারণ সম্পাদক জান্নাত আলি, দেবহাটা সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সখিপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক তরফদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন” রাষ্ট্র কাঠামো মেরামতে এই ৩১ দফা নিয়ে আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন। আপনারা চায়ের দোকানে যাবেন কারন ৩১ দফায় কি আছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে।এসময় ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।