হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রেসক্লাবে মতবিনিময়

দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রেসক্লাবে মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

প্রতিনিধি দেবহাটা :

দেবহাটায় জাকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আট দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্ট। পাশাপাশি থাকছে মাদক বিরোধী র‌্যালী। ইতোমধ্যেই খেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

প্রতিবছর সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে ঐতিহ্যবাহী এ খেলাটি অনুষ্ঠিত হলেও, এবছর খেলাটির সাথে মাদক বিরোধী র‌্যালীও সংযুক্ত করেছেন আয়োজক কর্তৃপক্ষ। জাকমজকপূর্ন এ টূর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বিপিএম (বার)।

শুক্রবার বেলা ১১ টায় খেলাটির মিডিয়া পার্টনার দেবহাটা প্রেসক্লাব- এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি এন্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার। পাশাপাশি টূর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন’র সঞ্চালনায় মতবিনিময় সভাটিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সজল ইসলাম, রুহুল আমিন, এস.কে অভি, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে একদিকে অংশগ্রহণ করবেন ইশ্বরীপুর-শ্যামনগর একাদশ এবং অপর দিকে প্রতিদ্বন্দ্বীতা করবেন ফ্রেন্ডস ক্লাব গোপালগঞ্জ। উক্ত খেলাটি দেখতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরে মাঠে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন