আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে,১৯ শে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে,সারাদিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে বায়োগ্যাস প্ল্যান ও স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সম্মাননা সার্টিফিকেট বিতরণ করেন।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঙ্গীত কুমার দাস,দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবহাটা খানা অফিসার ইনচাজ মোঃ হযরত আলী দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তানি উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুবউন্নয়ন সহকারী কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন, সাব এসিস্ট্যান্ট ইজ্ঞিনিয়ার কবিরুল আহসান ডালিম, ছাত্র প্রতিনিধি রায়হান হোসেন। বক্তারা বলেন, একটা মাদকাসাক্ত যুবক নিজেন পরিবার ও সমাজকে নষ্ট করতে পারে।তাই আমরা সচেতনার আমাদের সন্তানদেরকে চলতে হবে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম