হোম দেবহাটা দেবহাটায় মৎস্য ঘেরে লুটপাট, ভাঙচুর ও জীবননাশের হুমকি, থানায় অভিযোগ

দেবহাটায় মৎস্য ঘেরে লুটপাট, ভাঙচুর ও জীবননাশের হুমকি, থানায় অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন:

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের জগন্নাথপুর (ছোট) মৌজার শশাডাঙ্গা মৎস্য ঘেরে চুরি, লুটপাট ভাঙচুর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে দেবহাটা থানায় একটি লিখত অভিযোগ করেন ঘের মালিক দক্ষিন কুলিয়ার গ্রামের মৃত ছইল উদ্দীন গাজী ছেলে আব্দুর রশিদ গাজী (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর (ছোট) মৌজার খতিয়ান এস,এ-১১২, দাগ নং এস,এ ২৩৭/৩১৪, হাল দাগ-১০০৫, জমির -৩,৩০ একর। ২০২০ সাল থেকে কোবলা দলিল মূলে খরিদ করে ঘের করে আসতেছি কিন্তু গত -০৬/০৮/২০২৪ তারিখ বেলা অনুমান ০২.০০ টার সময় মোঃ করিম হাজী (৭০) ২। মোঃ নরিম সরদার (৩২), উভয় পিতা-মৃত জসীম উদ্দীন সরদার ৩। মোঃ ওসমান সরদার (৩৫), পিতা-মোঃ করিম হাজী ৪। মোঃ রাজ্জাক সরদার (২৭) ৫। মোঃ তরিকুল ইসলাম (২৮), উভয় পিতা-মেজ, সর্ব সাং-পূর্ব কুলিয়া ৬। মোঃ আনার হোসেন (৪০), পিতা-মৃত দাউদ গাজী, সাং-নুনেখোলা (কুলতলা), সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আমার ঘেরে প্রবেশ করে খেপলা জাল দিয়ে ঘের থেকে মাছ চুরি করে,ঘেরের বাসা ঘর পোড়াইয়া দিয়া ও ঘেরের বাসার মধ্যে থাকা সোলারের প্যানেল, ব্যাটারী, মাছের খাদ্য চুরি নিয়া যায় এবং আমাকে ঠেলা/ধাক্কা দিয়া আমার শার্টের পকেটে থাকা একটি বাটাম মোবাইল কাড়িয়া নেয়ার পর আমাকে জীবন নাশের হুমকি দিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসাম মধ্যেমে ঘেরে পুনরায় বাসা ঘর তৈরী করি। কিন্তু তারা পুনরায় ইং-১৯/০৮/২০২৪ তারিখ রাত্রি অনুমানিক ১২.৩০ এর দিকে আমাদের ঘেরে প্রবেশ করে বেড় জাল দিয়া ঘের হইতে মাছ ধরে এবং ঘেরের বাসা ঘর ভাঙচুর করে ক্ষতিসাধন করে ও ঘেরের ভেরীবাধের উপরে থাকা ২টি ৩ ইঞ্জি চায়না স্যালোমেশিন গুলা নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাদেরকে জীবন নাশের হুমকী দিয়ে চলিয়া যায়।এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন