দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় অসহায় ও দুঃস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯ টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা পরবর্তী উপজেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ ও অসহায় মহিলাদের হাতে ক্ষুদ্র ঋণের চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটিতে চলিতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এরআগে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে লিভার ও কিডনি রোগাক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।