আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে (সোমবার) ৯ই ডিসেম্বর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সম্মাননা দেওয়া সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা খাতুন উপজেলার পরিসংখ্যান কর্মকতা কাজী সিদরাতুলমুনতাহা,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষন কর্মকর্তা শাহানারা খাতুন প্রমুখ, এই সময় সফল জননী হিসেবে সম্মাননা দেওয়া হয় মোছাঃ ফাহিমা খাতুনকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য সম্মাননা দেওয়া হয় তাহেরা খাতুনকে, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয় উত্তরা দাশকে, নারীশিক্ষাও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে সম্মাননা দেওয়া হয় নারী হেলানা পারভীনকে, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসেব সম্মাননা দেওয়া হয় নাজমা খাতুনকে।