হোম দেবহাটা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিসাখালির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম (৭২)রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, তিনি১৯৭১ সালে ক্যাপ্টেন নুরুল হাুদার সাথে উকশো ও খানজিয়াতে যুদ্ধ করে, তিনি ৮ই এপ্রিল রাত্র অনুমানিক ১১:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে সকাল ১১ টায় নিজ বাড়ি খলিসাখলিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দেবহাটা থানার একটি চৌকাস দল তাকে গড অফ অনারের মধ্যেমে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়, এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম,আহম্মদ আলী,মোফাজ্জেল হোসেন (খোকা),তৌহিদুল আলম

সম্পর্কিত পোস্ট

মতামত দিন