হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য ও এনআই অ্যাক্ট মামলায় তিন আসামী গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় বিষ্ফোরক উপাদানাবলি ও চেক জালিয়াতি (এনআই) আইনের নিয়মিত মামলায় এবং ওয়ারেন্টমুলে তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই শোভন দাশ, এসআই শফিকুল ইসলাম, এএসআই আব্দুর রহিম গাজী ও এএসআই জাহিদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টস ১৫(৩)/২৫ ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪/৬ ধারায় দেবহাটা থানায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামী দক্ষিণ পারুলিয়ার মৃত শামছুদ্দীন মোল্যার ছেলে ইলিয়াস হোসেন (৫৫), পুষ্পকাটির মৃত রহিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) এবং চেক জালিয়াতির এনআই অ্যাক্টের সিআর ৮৯/২৩ (দেব) মামলার আসামী পারুলিয়ার কিশোরী দত্তের ছেলে সুরেশ দত্ত (৩৫)।

গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে এসব আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন