দেবহাটা প্রতিনিধি:
প্রত্যেক শিশুর জন্য প্রতিটি অধিকার- প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব শিশু অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে দিবসটি একযোগে পালন করা হয়।
পারুলিয়া ইউনিয়নের জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লক্ষে আয়োজিত সভায় সুশীল সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি’র সঞ্চালনায় ও স্থানীয় ইউপি সদস্য অসীম কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
এসময় ইউপি সচির প্রবীর হাজারী, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত ঘোষ, ইউপি সদস্য নওয়াব আলী, নজরুল ইসলাম, ফারহানা পারভীন মুক্তি, ইসমাইল গাজী, হাসিনা খাতুন, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।