দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২০২৩/২৪ মৌসুমে কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়।
এতে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৭’শ কৃষকের মাঝে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়।