দেবহাটা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেবহাটা উপজেলার প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠান হয়, মেলাতে চারু কারু ও স্থায়ীয় ভাবে উৎপাদিত শিল্প পন্যের প্রদর্শনী নিয়ে বিভিন্ন স্টল বসে, সেখানে সবার নজর কেড়ে প্রথম হয়েছে বালা শিল্পের স্টলটি, বালা শিল্পের বিভিন্ন সরঞ্জাম নিয়ে স্টলে বসেন তরুন উদ্দোক্তা ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও উত্তর পারুলিয়া গ্রামের হাফিজুল ইসলাম। বালা শিল্প সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন আমরা চাই এই শিল্পটি যেনো আমাদের এলাকা থেকে না হারিয়ে যায়, আমি চাইবো এই বালা আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাবে এবং এলাকার নাম উজ্জ্বল হবে, আমি আশা করছি আমার উপজেলার মেলাতে প্রথম হয়েছে, এর পরে জেলা পর্যায় নজর কাড়বে তার পরে এক সময় দেশ ব্যাপী নজর কাড়বে।
পূর্ববর্তী পোস্ট