হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় প্রবাসির বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে

দেবহাটায় প্রবাসির বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকেই।
দেবহাটায় উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলি গ্রামের সৌদি প্রবাসী নূর হোসেনের পরিবারের সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, ৭ই মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাদীর বাড়িতে এই ঘটনা ঘটে, বাদী নুর নাহার বেগম (৪৫) বলেন, স্বামী নূর হোসেন সৌদি প্রবাসী আমার শাশুড়ি মমতাজ বেগম(৬২) স্বামী নুর ইসলাম সরদার আমার ছেলে বাকী বিল্লাহ (১৪) আমার শশুর নুর ইসলাম(৭৫) আমার দেবর নূর নবী (৩০) পিতা নুর ইসলাম আমার জা আছিয়া খাতুন (২২) স্বামী নূর নবী উভয় গ্রাম ঘলঘলিয়া,থানা দেবহাটা একই গ্রামে, বিবাদী ঘলঘলিয়া গ্রামের মৃত মোসারাফ সরদার ছেলে ১। আনোয়ার হোসেন (৬০) আনোয়ার হোসেনের ছেলে ২।সবরাজ( ৪২) ৩।সাদ্দাম হোসেন (৩৫) কবির হোসেনের ছেলে ৪। রাজিব হোসেন, মৃত মহি সরদারের ছেলে ৫। কবির হোসেন সহ আরো অনেকেই শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদের সবাই কে রক্তাক্ত জখম করে, বাড়ির দরজা ভাঙচুর করে, স্বামীর সৌদি থেকে পাঠানো ৫ লক্ষ টাকা ও অনুমানিক ৩ ভরির মতো গহনা । সেই টাকা সহ গহনা লুট করে নিয়ে যায়।এবং সাথে সাথে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। যা সি,সি,টিভির ফুটেজ অনুযায়ী ঘটনা প্রমাণদি মিলবে। এ বিষয় দেবহাটা থানা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা ঘটেছে শুনেছি আমার কাছে এখনো অভিযোগ আসি নাই, অভিযোগ আসলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন