হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় পুলিশের অভিযানে ৪০ লিটার মদ উদ্ধার

দেবহাটায় পুলিশের অভিযানে ৪০ লিটার মদ উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

 দেবহাটা প্রতিনিধি :

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযানকালে একটি মোটর সাইকেলসহ ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ¦ল কুমার মৈত্র’র নেতৃত্বে পুলিশ সদস্যরা পারুলিয়া টু আশাশুনী রোডের পলগাদা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বোতল ও পলিব্যাগ ভর্তি মদগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী পারুলিয়ার পলগাদা গ্রামের মৃত আকবর সরদারের ছেলে রিয়াজুল ইসলামসহ অপর সহযোগীরা। রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে দুটি ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় পলাতক রিয়াজুল ইসলামের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন