হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়ম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার 

দেবহাটায় পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়ম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার 

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার পারুলিয়ার প্রত্যন্ত এলাকা বড়শান্তা, ছোট শান্তা, নাজিরের ঘের, পার্শবর্তী উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়কটি নির্মানের দাবী ছিল দীর্ঘ দিন যাবৎ। জনমানুষের প্রত্যাশা পূরণ হলেও সড়কটি নির্মানে অনিয়ম, দূর্নীতি আর অব্যবস্থাপনার কারনে স্থায়িত্ব ও নির্মাণ কাঠামো নিয়ে সংশয় স্পষ্ট। নির্মিত সড়কটি দৃশ্যতঃ ভগ্নদশায় পরিণত হয়েছে। দুই পাশে মাটির স্তর না থাকায় পাশর্^বর্তী চিংড়ি ঘের, ডোবা-নালা পড় পড় পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রফিকুল ইসলামকে যথাযথ নিয়মে কাজ করার আহবান জানালেও তা কর্ণপাত করেনি।
বড়শান্তা সড়কটির নির্মান ব্যয় ২ কোটি ৮০ লক্ষ টাকা। ৩.৭১ কিলোমিটার পাকা সড়কটি নির্মাণ শেষ। অথচ সড়কটির পরিপূর্ণতা, নির্মাণশৈলী এবং পরিপূর্ণতা কেবলই অসম্পূর্ণতা নিয়মহীনতা আর দূর্নীতির সুস্পষ্ট ছোয়া দৃশ্যমান। ২১ শে এপ্রিল বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় পরে, সরেজমিনে ২৩-০৪-২৫ তারিখে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,তিনি এই সময় বলেন সিডিউল অনুপাতে যে কাজ করার কথা তার এক চুল পরিমাণেও কাজের কমতী থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন