দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ এবং পাটজাত পন্যের ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুইটি চাউলের মিল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দেবহাটার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে পাটজাত দ্রব্য ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকে বস্তা ব্যবহারের অপরাধে উপজেলার চাঁদপুরে মদিনা ভান্ডার রাইচ মিলের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা ও পাশ্ববর্তী শেখ রাইচ মিলের মালিক আব্দুর রশিদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পাট অধিদপ্তরের সাতক্ষীরার কর্মকর্তা আমির হোসেন, দেবহাটা থানার এস আই মোজাম্মেল হোসেন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
এছাড়া আরো দুটি পৃথক অভিযানে মাস্ক ব্যবহার না করায় দুই দোকানীকে আরও ৩০০ টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটজাত পন্যের ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই সকলকে সরকারের আইন মেনে চলার জন্যও আহ্বান জানান তিনি।