দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে বিজয়ী করতে ভোট ক্যাম্পেইন করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ক্যাম্পেইন করেন নেতাকর্মীরা।
এসময় ওই এলাকার কয়েক’শ নারী ও পুরুষ ভোটারের উপস্থিতিতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ.ম রুহুল হক তথা জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
ভোট ক্যাম্পেইনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য অহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।