দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক নারী ও শিশু পাচার প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১২ টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্কুল শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ কিশোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার। সভায় উপস্থিত অন্যান্যরা নারী ও শিশু পাচার প্রতিরোধে তাদের করনীয় বিষয় সম্পর্কে বিভিন্ন মতামত ও তথ্য জানানোর পাশাপাশি পাচার প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি প্রদান করেন।