হোম ফিচার দেবহাটায় নানা কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালন

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার প্রত্যুষে উপজেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবন কার্যালয়ে দুপুর পর্যন্ত জাতীয় পতাকা টাঙানো হয়নি।

সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ ও অন্যান্য সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, অসহায় শিল্পীদের মাঝে অর্থ সহায়তা বিতরণ, গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচী পালিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন