হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন

দেবহাটা প্রতিনিধি :

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” স্লোগান সামনে রেখে দেবহাটায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তদন্ত ওসি তুহিনুজ্জামান তুহিন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহারের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিভিন্ন ক্যাটাগরীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন কর্মকর্তাগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন