হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি:

অসংক্রামক ব্যাধি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে সাতক্ষীরার দেবহাটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত জনপদ আষ্কারপুর কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামুল্যে এলাকার কয়েক’শ নারী ও পুরুষের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয়।

প্রকল্পের প্রাথমিক পর্যায়ে উপজেলার দু’টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারি ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, নলতা হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট আব্দুস সবুর, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দিপক ঘোষ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন