হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় জাঁকজমকপূর্ন নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে নাটোরের জয়

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

দেবহাটায় আয়োজিত অর্ধলক্ষ টাকার নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে জয়ী হয়েছেন রাজশাহীর নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়রা। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাঁকজমকপূর্ন এ নারী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ। আক্রমন পাল্টা আক্রমনে টান টান উত্তেজনায় কোন গোল ছাড়াই প্রথমার্ধের শেষ হয়। বিরতির পর শেষার্ধের শেষের দিকে নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির পক্ষে পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করেন জয়পুরহাটের নারী ফুটবলার পপি। খেলা শেষে বিজয়ী নাটোর ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়দের হাতে ৩০ হাজার টাকার চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স-আপ দলের হাতে ২০ হাজার টাকার ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

সখিপুরের ঐতিহ্যবাহী উদয়ন সংঘের আয়োজনে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল ম্যাচে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশার আলো’র নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্যাহ আল আজাদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন