দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় জোরপূর্বক জমি দখলে নিতে ব্যার্থ হয়ে উল্টো জমির মালিক পক্ষের নামে থানায় মামলা দিয়েছে সম্ভুনাথ মন্ডল ও শংকর নাথ মন্ডল নামের দুই প্রভাবশালী সহোদর। প্রভাবশালী সম্ভুনাথ মন্ডল ও শংকর মন্ডল দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ মন্ডলের দুই ছেলে।
সোমবার দলবল ও স্কেভেটর মেশিন নিয়ে হামলাসহ জমি দখলের প্রচেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে রাতেই ওই জমির মালিক পক্ষের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের প্রভাবশালী দখলদার সম্ভুনাথ মন্ডলের ভাই শংকর মন্ডল।
দখল প্রচেষ্টা ও হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী চন্ডীপদ রং, পারুল বেগম, বিনয় চন্দ্রসহ স্থানীয়রা জানান, পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা নিমাই চন্দ্র ভুঁইয়ার দুই ছেলে প্রভাষ চন্দ্র ভুঁইয়া ও সুভাষ চন্দ্র ভুঁইয়ার জমির পাশেই ছিলো প্রভাবশালী সম্ভুনাথ মন্ডল ও শংকর মন্ডলের জমি। উভয় পক্ষের জমির মধ্যে দিয়ে রয়েছে উভয়ের যাতায়াতের পৃথক রাস্তা। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাষ চন্দ্র ও সুভাষ চন্দ্রের জমির রাস্তাটির ওপর কু-নজর পড়ে প্রভাবশালী সম্ভুনাথ মন্ডল ও তার ভাই শংকর মন্ডলের।
সম্প্রতি প্রভাষ ও সুভাষের ওই জমি দখলে নিয়ে বিভিন্ন পায়তারা করতে থাকে সম্ভু ও শংকর। বিষয়টি বুঝতে পেরে প্রভাষ ও সুভাষ তাদের জমিটি জোরপূর্বক দখল না করার জন্য সম্ভুনাথ ও শংকর নাথের কাছে আকুতি করেন।
কিন্তু সোমবার বিকাল ৪টার দিকে সম্ভুনাথ মন্ডল ও শংকর মন্ডল আকর্ষিক দলবল এবং এস্কেভেটর মেশিন নিয়ে প্রভাষ চন্দ্র ও সুভাষ চন্দ্রের জমিটি জোরপূর্বক দখলে নিতে সীমানা পিলার ভেঙে মাটি ফেলতে শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে জমির মালিক প্রভাষ চন্দ্র ভুঁইয়াকে বিবস্ত্র করে লাঠিশোঠা ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে সম্ভুনাথ ও তার লোকজন। মারপিটের একপর্যায়ে স্থানীয়রা ছুটে আসলে প্রানে বেচে যান জমির মালিক প্রভাষ ভুঁইয়া। আর এলাকাবাসীর বাঁধার মুখে মাঝপথেই পন্ড হয়ে যায় প্রভাবশালী সম্ভুনাথের জবরদখল কার্যক্রম।
পরবর্তীতে জমির মালিক প্রভাষ ভুঁইয়া ও সুভাষ ভুঁইয়াকে বেকায়দায় ফেলতে সন্ধ্যায় হঠাৎ নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয় প্রভাবশালী ও দখলদার সম্ভুনাথ মন্ডল। তাৎক্ষনিকভাবে সম্ভুনাথকে মারপিট করা হয়েছে উল্লেখ করে তার ভাই শংকর মন্ডল উল্টো জমির মালিক প্রভাষ ভুঁইয়া, সুভাষ ভুঁইয়া ও স্থানীয় অনাথ চক্রবর্তীর ছেলে সনৎ চক্রবর্তীকে আসামী করে দেবহাটা থানায় একটি এজাহার দাখিল করে। কিন্তু দাখিলকৃত এজাহারটি সুষ্ঠ তদন্তের আগেই ওই রাতেই দেবহাটা থানা পুলিশ মামলা হিসেবে রূজু করে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বর্তমানে জমি দখলে ব্যার্থ হয়েও উল্টো মালিক পক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রভাবশালী দখলদার সম্ভুনাথ মন্ডল ও তার ভাই শংকর মন্ডল। আর বাঁধা দিতে গিয়ে দখলদারের মামলার আসামী হয়ে নিজের জমি ও পরিবার ফেলে পালিয়ে বেড়াতে হচ্ছে জমির মালিক প্রভাষ ভুঁইয়া, সুভাষ ভুঁইয়া ও সনৎ চক্রবর্তীকে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, জমি দখল নিয়ে হামলা ও মারপিটের ঘটনার পর সন্ধ্যায় সম্ভুনাথ মন্ডল আহত হয়েছে উল্লেখ করে তার ভাই শংকর মন্ডল একটি এজাহার দাখিল করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় ওই রাতেই দাখিলকৃত এজাহারটি মামলা হিসেবে রূজু করা হয়।