দেবহাটা প্রতিনিধি :
ছাদ থেকে পড়ে দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ঈমান আলীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ভাই আব্দুল করিমের বাড়ির ২য়তলা নির্মাণ কাজ দেখতে যান ঈমান আলী। এসময় কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন এবং কাজের তদারকি করছিলেন তিনি। হঠাৎ অসাবধানতার কারণে ছাদ থেকে পড়ে যান ঈমান আলী। এসময় তাকে উদ্ধার করে আহতাবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নওয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, আমার শ্বশুরবাড়ি নির্মাণ কাজ দেখে যান তিনি। এসময় মাথা ঘুরে অনাকাঙ্খিত ভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। আমরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ঈমান আলী হজ্জ শেষ করে দেশে ফিরেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া গাজীরহাট বাজার কমিটির সভাপতি ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু সাধারণত এটি একটি দূর্ঘটনা বলা যেতে পারে। তবে বিষয়টি কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনে সাহেব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।