হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় চার জুয়াড়িসহ গ্রেপ্তার-৫

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার পারুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ওই ৪ জুয়াড়িসহ পুলিশ সদস্যরা ৫ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ৪ জুয়ড়ি হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে আলাউদ্দীন মোল্যা (৬৬), একই গ্রামের মৃত কবির আলী গাজির ছেলে আবু মুছা (৫৫), মৃত আনছার গাজির ছেলে আব্দুল মজিদ (৫২) ও জেলিয়াপাড়া গ্রামের মৃত সামসুর সরদারের ছেলে শফিকুল (৪৩)।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়াড়ি আলীউদ্দীন মোল্যার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলাউদ্দীন মোল্যাসহ অপর জুয়াড়িদের হাতেনাতে গ্রেপ্তার ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং আইনের ৩/৪ ধারায় মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে।

এছাড়া সিআর ৫৭৯/২০ মামলার আসামী উত্তর পারুলিয়া গ্রামের লিয়াকতের ছেলে মুজিবর রহমান (৪৫) কে অপর একটি অভিযানে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারার্থে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন