হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ঘূর্নিঝড় আম্ফানে ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

দেবহাটায় ঘূর্নিঝড় আম্ফানে ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কর্তৃক
০ মন্তব্য 107 ভিউজ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

সাতক্ষীরার দেবহাটায় সুপার সাইক্লোন আম্ফানে জনজীবন এবং আম, লিচু, জামরুল, কাঁঠালসহ মৌসুমী ফল ও ধান, সবজিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে ঘরবাড়ি ও রাস্তার ওপর উপড়ে পড়েছে হাজার হাজার গাছ। বুধবার রাতে সুপার সাইক্লোন আম্ফান আঘাত হানার পর থেকে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি উপড়ে এবং তার ছিড়ে পড়ে থাকায় টানা দুদিন ধরে দেবহাটা উপজেলাতে পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট, স্যাটেলাইট পরিসেবা, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুত সংযোগ।
অন্যদিকে ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে দেবহাটার উত্তাল ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপজেলার নাংলা, ছুটিপুর, গাংআটি পাড়া, নওয়াপাড়া ও খানজিয়া সহ বেশ কয়েকটি গ্রাম। দেবহাটা উপজেলা প্রশাসন থেকে পাওয়া সরকারি হিসাব মতে, আম্ফান আঘাত হানার আগে ও পরে সাইক্লোন শেল্টারসহ অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টান ও মসজিদ-মাদ্রাসায় আশ্রয় নেয় উপজেলার ভাঙন কবলিত ও অন্যান্য এলাকার প্রায় বিশ হাজার মানুষ। ঘূর্নিঝড়ের তান্ডবে এবং ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিতসহ ক্ষতিগ্রস্থ হয়েছে এক হাজার মৎস্য ঘের। তীব্র ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপুর্ন হয়ে উঠেছে উপজেলার সীমান্তবর্তী দুই কিলোমিটার বিস্তৃত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। নষ্ট হয়ে গেছে ৮০ হেক্টর জমির চাষকৃত সবজি। ঝরে গেছে অধিকাংশ গাছের আম, লিচু, জামরুল, কাঁঠালসহ সিংহভাগ মৌসুমী ফল। এছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে উপড়ে পড়েছে হাজার হাজার গাছ। উপজেলার ৯ শ ঘরবাড়ি সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ ও সাড়ে তিন হাজার ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট বিধ্বস্থ হয়েছে প্রায় সাড়ে চার হাজার ঘরবাড়ি। তবে উপজেলাব্যাপী যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি বিকল থাকায় এখনও বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে থাকায় অদ্যবধি ঘূর্নিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য নিরুপন করতে পারেনি উপজেলা প্রশাসন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, ঘূর্নিঝড় আম্ফানের আঘাতে উপজেলার জনজীবন, মৌসুমী ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলার কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল ঝড়ে বিদ্যুতের খুটি ও গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সচল করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বক্ষনিক কাজ করছেন। ক্ষতিগ্রস্থ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি মনিটরিংসহ ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিতকরণে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানে উপজেলা প্রশাসন কাজ করছে। এছাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে স্ব স্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন