দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় দুস্থ ও অসহায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য সম্পুরক পুষ্টি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের বাস্তবায়নাধীন দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক উপজেলার কুলিয়া, পারুলিয়া এবং দেবহাটা সদর ইউনিয়নের হতদরিদ্র ও দরিদ্র পরিবারের ঝুঁকিপূর্ন ২৫০ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি ঘাটতি পুরনের জন্য সম্পুরক পুষ্টি সহায়তা প্রদান করা হয়। এসময় জনপ্রতি গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের জন্য ১০০ টি করে আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এবং ১০০ টি করে ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হয়। ইউনিয়ন পর্যায়ে সম্পুরক পুষ্টি সহায়তা উপকরণ বিতরন কালে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে আয়রন, ফলিক এসিড এবং ক্যালসিয়াম ট্যাবলেট এর যথাযথ সেবনবিধি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি সহায়তাকারীদের সহযোগীতায় এবং স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের কর্মকর্তারা উপস্থিত থেকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে ওরিয়েন্টেশন প্রদান সহ আয়রন, ফলিক এসিড এবং ক্যালসিয়াম ট্যাবলেটবিতরণ কার্যক্রম সফলতার সাথে সম্পাদন করা হয়।