হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী দেবহাটাতে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে নির্মিত ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন