দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় জিকেবিএসপি প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি (হ্যান্ড স্প্রেয়ার, হ্যান্ড রিপার, ফুট পাম্প, লো-লিফট পাম্প) বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীরসহ কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।