হোম দেবহাটা দেবহাটায় কুলিয়া টিকেটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় কুলিয়া টিকেটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন :
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ৮ নং ওয়ার্ড টিকেট সাইক্লোন সেল্টার মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবীর হোসেন লিয়নের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যেনেতারা দলীয় কর্মসূচিতে অংশ নেননি,তারাই বড় পদ নেওয়ার জন্য মিছিলের আগে থেকে বড় ত্যাগী নেতার ভাব দেখাচ্ছে, তারাই আবার লোকের সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালাচ্ছে। এই ধরনের নেতা কর্মীদের বিএনপিতে কোন জায়গা দেওয়া হবে না। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু ও কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক এ্যাড: মাহমুদুল আলম শাহীন। প্রধান বক্তা ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম, সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন